নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৪০টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি পরিবহন পুল। গত বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা গাড়ি প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করেন।
এসব গাড়ির মধ্যে ২ হাজর ৫০০ সিসির কেম্ব্রি ২৮টি পাবেন মন্ত্রীরা, বাকি ১২টি ১ হাজার ৫০০ সিসির গাড়ি পাবেন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা।
এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রয়োজনীয় গাড়ি প্রস্তুতের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এরও আগে গত কেবিনেট সদস্যদের কাছ থেকে ৩৭টি গাড়ি ফেরত নেয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার আজ (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। সব মিলিয়ে এবারসহ তিনি পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারে ৪৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।