নতুন বছর ২০২৪ সাল কেমন কাটবে? জানুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য

101

Yearly Horoscope 2024

অনলাইন ডেস্ক: নতুন বছর ২০২৪ সাল শুরু। এই বছরের ঠিক কোন সময়টা আপনার জন্য ভালো হবে, তা আগে থেকেই জানা থাকলে কত ভালো হয়, তাই না? পুরোনো দিন থেকে অভিজ্ঞতা নিয়ে নতুন বছরকে সুন্দর করে সাজাতে চাইবেন সবাই। এরই মাঝে অনেকে জেনে নিতে চান রাশিফল। নতুন বছর শুরু হওয়ার আগেই নতুন বছর কেমন যাবে তা জানার কৌতুহল সবারই থাকে। তবে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য ২০২৪ সালটি ভাগ্য নিয়ে আসতে চলেছে।

মেষ রাশি : রাশিচক্রের মধ্যে প্রথম রাশি হল মেষ। ২০২৪ সালে মেষের জাতকদের সবচেয়ে ভালো কাটবে বছরের প্রথম মাস জানুয়ারি। বছরের শুরু থেকে শেষ আপনার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই বছরে সুখ, সাফল্য ও উন্নতির সুযোগ আপনার সামনে আসবে। অসুখবিসুখ থেকে মানসিক চাপ হতে পারে।

কর্কট রাশি: কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য ২০২৪ সালটি বেশ ভাল কাটতে চলেছে। নতুন চাকরিও খুঁজতে পারেন। ভাল সুযোগ মিলে যেতে পারে। নিজের চারপাশে সবকিছুর উন্নতি লক্ষ্য করবেন আপনি। দাম্পত্য জীবন খুবই মধুর হবে। কর্কট রাশির জাতক-জাতিকা শিক্ষার্থীদের এই বছর স্বাস্থ্যও ভাল থাকবে। বিদেশযাত্রার সম্ভাবনা প্রবল।

মিথুন রাশি: আপনি মিথুন রাশির জাতক হলে ২০২৪-এ আপনার সবচেয়ে ভালো কাটবে সেপ্টেম্বর মাস। এই সময় আর্থিক ভাবে প্রচুর লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। মনের সব ইচ্ছে পূরণ করতে পারবেন আপনি।

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের উচিত হনুমান চালিসা পাঠ করা। এতে সারা বছর আর কোনও অসুবিধা হবে না। তুলা রাশিতে সারা বছর শনির প্রভাবে থাকে। হনুমান চালিসা পাঠ করলে তার প্রভাব অনেকটাই কমে৷ অনেকদিন ধরে যা কেনার কথা ভাবছিলেন, তা কিনে ফেলতে পারেন। এই মাসে আপনি নিজের স্বপ্নের স্থানে বেড়াতে যেতে পারেন।

বৃষ রাশি: ২০২৪ সালে বৃষ রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে এপ্রিল মাস। এই মাসে সুখ ও উন্নতি আপনাকে ঘিরে থাকবে। তবে এই রাশির জাতকদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।পরিশ্রম করলে সাফল্যের মুখ দেখতে পারবেন। কেরিয়ারের নতুন কোনও লাইনে যোগ দিতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন বৃষ রাশির জাতকরা।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই বছর স্বাস্থ্য ভাল থাকবে। যাঁরা শরীরের কোনও অংশ অপারেশন করার কথা ভাবছেন, তাঁদের জুন মাসের পরেই সেটা করানো উচিত।এই বছরে রাহুর বিশেষ প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের উপরে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা যদি বিদেশে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগস্ট মাসে সেই আবেদনের কাজটি সেরে ফেলবেন।

সিংহ রাশি: সামনের বছর অগাস্ট মাসে ভাগ্য খুলে যাবে সিংহ রাশির জাতকদের। মনের মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। অপ্রয়োজনীয় বা বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। চলতি বছর এনার্জি ও আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন আপনি। বছরের শুরু থেকেই ভাল সময় এই রাশির জাতক জাতিকাদের জন্য।

ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য পুরো বছরটাই ভাল যাবে। আপনি শিক্ষা সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। কেরিয়ারে আপনার আইডিয়া দারুণ ফল আনবে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। কাজ করা বন্ধ করলে চলবে না। ২০২৪ সালে এত বছর ধরে করা কঠোর পরিশ্রমের ফল পাবেন।

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য ২০২৪-এ সেরা মাস হতে চলেছে সেপ্টেম্বর। এই মাসে আপনার উন্নতি রকেটের গতিতে আকাশ ছোঁবে। চাকরি থেকে ব্যবসায় নানা ভাবে অশান্তির সম্মুখীন হতে হবে। এই রাশির জাতক এবং জাতিকে উভইয়ের জন্যই এটি হবে চ্যালেঞ্জের বছর।

মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য জুন মাসে খুলবে সৌভাগ্যের দরজা। নানা স্থানে ভ্রমণের সম্ভাবনা আছে। চাকরিজীবীদের উন্নত হতে পারে। সকলের সঙ্গে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: নতুন বছরে আপনি মনের সব ইচ্ছে পূরণ করতে পারবেন। কুম্ভ রাশির জাতকরা আগামী বছরের মার্চ মাসে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। তবে, শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে।ব্যবসায় জটিলতা আসার সম্ভাবনা তাই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।

মিন রাশি: মীন রাশির জাতকদের ফেব্রুয়ারি মাস দুর্দান্ত কাটতে চলেছে। তবে হুট্ করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত রখবেন , এতে সমস্যা বাড়তে পারে আপনার। এই সময় আপনি সুখ ও সৌভাগ্যের শীর্ষে থাকবেন। আপনার হাতে আসতে পারে আচমকা বেশ কিছু অর্থ।

পূর্বের খবরনতুন বছরের প্রথম দিনেই কর্মসূচি বিএনপির
পরবর্তি খবরদক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত