নিজস্ব প্রতিবেদনঃ দেশে এক লিটার পানির দাম ২০ টাকা, এক কেজি ধানের দাম ২০ টাকা। ১ কেজি ধান ফলাতে ধান চাষীকে ২২০০ লিটার পানি ঢালতে হয়। এমনি বাস্তবতায় কেউ আর জমি চাষ করতে চাইছে না। তার ওপর মরার উপর খারার ঘা, জমি ভর্তি বর্ষাকালীন জলজ আগাছা। এক একর জমির আগাছা পরিষ্কারের জন্য বিশ জন শ্রমিকের প্রয়োজন, ৭০০ টাকা মজুরি হিসেবে প্রয়োজন হচ্ছে ১৪ হাজার টাকা। তাই বিষ প্রয়োগে এই আগাছা পরিষ্কারের চেষ্টা করছি। প্রায় ছয় ইঞ্চি পুরু আগাছার স্তর, কোনটায় গ্লাইফোসেট , কোনটায় প্যারাকুয়েট, কোনটায় টু-ফোর-ডি প্রয়োগ করে আগাছা দমনের চেষ্টা করছি। একজন ধানচাষী হিসেবে এদেশের কৃষিবিদদের কাছে বিনীত আবেদন। হে কৃষিবিজ্ঞানীগণ আপনারা আমাদেরকে এমন একটা প্রযুক্তি দিন যাতে ২০ থেকে ৩০ দিনের মধ্যে এই আগাছাগুলো পচে জৈব সারের রূপান্তরিত হয়। তাতে আমরা ধান চাষীরা উপকৃত হব উপকৃত হবে দেশ।
লেখক- প্রদীপ অধিকারী একজন কৃষক, টঙ্গী,গাজীপুর।