জাতিসংঘে ২০০৩ সালের ৩১ অক্টোবর দুর্নীতি বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের সিদ্ধান্ত পাস হয়। এরপর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হচ্ছে। সে হিসাবে এবার ২১তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে—উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
আজ শনিবার দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সারা দেশে দিবসটি পালন করা হচ্ছে। এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
মুহম্মদ আবু তৈয়ব, খুলনা
নানাবিধ কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করেছে খুলনা জেলা প্রশাসন ও দুদক। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়ানোর মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল ৯টা থেকে সোয়া ৯টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং জেলা প্রশাসন ও দুদক খুলনার কর্মীরা অংশ নেন।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, দুদক উপপরিচালক মো. মঞ্জুর মুর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশসকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, ডিআইজি মাঈনুল হক প্রমুখ।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ সকালে শহরের শহীদ রফিক চত্বরে মানববন্ধনের আয়োজন করেন, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
জেলা প্রশাসক রেহেনা আক্তার পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রেহেনা আক্তার প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও অন্যান্য সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম মুনীর চোধুরী, নড়াইল
দুদকের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়ানোর পর উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মেহেদী হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া শুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান মল্লিক, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বি এম ফজলুর রহমান, পাবনা
সারা দেশের ন্যায় পাবনায়ও আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসক, দুদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকালে জাতীয় পতাকা উত্তলন ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও আলোচনা সভা।
দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উপপরিচালক খায়রুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজীজ, সাধারণ সম্পাদক এ বি এম ফজলুর রহমান, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলার সব সরকারি কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। পরিবার, সমাজ ও জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়নের মাধ্যমে দুর্নীতি রোধ করতে হবে।
সঞ্জিব দাস, ফরিদপুর
‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানকে প্রতিপাদ্য করে ফরিদপুরেও পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শুরু হয়।
এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচি এগিয়ে নেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, দুদকের উপপরিচালক রেজাউল করিম এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি প্রফেসর সুলতান মাহমুদ হীরক।
এরপর সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা মানববন্ধনে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান জানান দেন।
মুজিব সড়কে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতিবিরোধী আলোচনায় সভাপতিত্ব করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
রশিদ আল মুনান, পিরোজপুর
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পিরোজপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, দুদক, সনাক ও টিআইবির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দুর্নীতিবিরোধী দিবসের শুভ উদ্বোধন করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম আলী।
এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।