‘দেশে নাশকতাকারীদের রাজনীতি করার অধিকার নেই’ : শেখ হাসিনা

146
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিরোধী দল বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ট্রেন লাইনচ্যুত ও মানুষ হত্যায় রেললাইনের ফিশপ্লেট তুলে নিয়ে তারা গণতন্ত্রের কথা বলছে।

তিনি বলেন, ‘তারা কীভাবে গণতন্ত্রের কথা বলতে পারে, খুনিরা গণতন্ত্র দিতে পারে না, দেশের মানুষকে তা বুঝতে হবে।’

শেখ হাসিনা বলেন, একাত্তরে পরাজিত দখলদার পাকিস্তানি বাহিনীর প্রেতাত্মারা এখন এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা মানুষ হত্যা করছে এবং আরও হত্যার পরিকল্পনা করছে।

তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এসব মানুষ কেবল ধ্বংস করতে জানে, তারা তৈরি বা গড়তে জানে না। তারা মানুষকে হত্যা করতে পারে, কিন্তু মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা দিতে পারে না।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যেকোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের সময় অপরাধীদের হাতে নাতে ধরার জন্য সবাইকে বলেছেন।

তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পেয়েছে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তারা শান্তিতে থাকবে এবং উন্নত জীবন পাবে। এটা আমাদের লক্ষ্য।’

পূর্বের খবরযশোরের এসপি প্রলয় কুমারকে বদলি চেয়ে সিইসিকে চিঠি দেওয়ার ৬ ঘণ্টা পর অদৃশ্য কারণে প্রত্যাহার!
পরবর্তি খবরমাত্র সাড়ে ৪ মাসে বিএনপির দেড় হাজার নেতা-কর্মীর সাজা আদালতের