দুইদিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের সমাপ্তি

121
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ১ ফেব্রুয়ারি শুরু হওয়া জাতীয় কবিতা উৎসব শেষ হলো। জাতীয় কবিতা উৎসবে সমাপনী অনুষ্ঠানে মঞ্চে অতিথিরা তাদের কবিতা পাঠ করেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে।
‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব গতকাল শুক্রবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে গত বৃহস্পতিবার উৎসব শুরু হয়। এবারের উৎসবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেয়েছেন রবী রহমান, অসীম সাহা ও কাজল বন্দ্যোপাধ্যায়। জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বলেন, ‘২০২১ সালে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেয়েছিলেন মো. নুরুল হুদা।

তাঁর হাতে ২০২৩ সালের উৎসবে সেই পুরস্কারটি তুলে দিই। এই প্রথামাফিক প্রতিবছর আমরা যাঁদের নাম ঘোষণা করি, পরের বছর আমরা তাঁর হাতে সেই সম্মাননা তুলে দিয়ে থাকি।’ এর আগে শেষ দিনে একটি সেমিনার হয়। এরপর ছয় পর্বে সারা দিনব্যাপী চলে কবিতা ও ছড়া পাঠ।
এতে অংশ নেন দেশ-বিদেশের কবিরা। সবশেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে কবিতার গান পর্বের মাধ্যমে উৎসব শেষ হয়। সেমিনারে ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্ট্রি গবেষক মফিদুল হক। তিনি বলেন, ‘মানবিক মূল্যবোধের কেন্দ্র হিসেবে বিবেচিত রাষ্ট্রগুলোর দ্বিচারিতা ও অনৈতিকতার বিপরীতে পূর্ব থেকে ঘটছে নতুন জাগরণ।
ইসরায়েল পরিচালিত গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশও ওই মামলায় অন্যতম রাষ্ট্রপক্ষ হিসেবে যোগ দিয়েছে। পাল্টে যাওয়া নতুন পৃথিবীর প্রত্যাশায় আমরা রইলাম।’ 

পূর্বের খবরটঙ্গীর বিশ্ব ইজতেমায় ৪০ লাখ মুসল্লির জুমার নামাজ আদায়
পরবর্তি খবরআওয়ামী লীগে নির্বাচনী সহিংসতায় ‘সংখ্যালঘু’ নির্যাতনের দায় এড়াতে পারে না