অনলাইন ডেস্ক:
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কেজি (৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা) সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
অভিযুক্ত যাত্রীর নাম এম মাসুদ ইমাম (৬১)। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় নামেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মাসুদ ইমামের শরীর তল্লাশি করে প্রথমে একটি মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের সোনার কয়েন পাওয়া যায়।
পরে আরও ২টি মানিব্যাগ পাওয়া যায়, যার মধ্যে ছিল ২৮টি সোনার বার।
বিমানবন্দরের শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম বলেন, উদ্ধার স্বর্ণের মোট পরিমাণ ৩ কেজি ৪৯৮ গ্রাম।
অভিযুক্ত যাত্রী মাসুদ ইমামের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।