অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় মো. রাসেল (৩০) নামে এক বাসচালক নিহত হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটার দিকে মৃত ঘোষণা করেন।
মো. রাসেলের সহকর্মী মো. আরিফ জানান, আমরা দুজনে লাব্বায়েক নামের বাসের চালক। বিকেলে একটি অনুষ্ঠান শেষ করে আমরা দুজন রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস রাসেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে।
তিনি আরও জানান, নিহতের গ্রামে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।