নিউজ ডেস্কঃ দিল্লি ও ঢাকা ইতিবাচক কর্মসম্পর্ক গড়ে তুলতে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি যে, আমাদের একটি ভালো কর্মসম্পর্ক থাকা দরকার।’
দুই দেশের মধ্যে বাণিজ্য গতি ফিরে পেয়েছে এবং এটি আগের অবস্থায় পৌঁছেছে, তবে ভিসা সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর মতো কিছু সমস্যা সমাধান করা দরকার, উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘বিষয়টি জয়শঙ্কর ইতিবাচকভাবে নিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আলোচনায় সুনির্দিষ্ট কোনো চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়নি, তবে উভয়পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে কিছু বাধা অতিক্রম করার প্রয়োজনীয়তা স্বীকার করেছে।
তৌহিদ বলেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার উল্লেখ করে তিনি জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নয়া দিল্লিতে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি, তবে সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, এটি একটি স্বতন্ত্র ইস্যু এবং আদালতের আদেশের পর বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
মার্কিন অর্থায়ন স্থগিতের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি নির্দিষ্ট করে বাংলাদেশের কোনো বিষয় নয়। এই মুহূর্তে বাংলাদেশের কিছু করার নেই, তবে চ্যালেঞ্জ মোকাবিলার উপায় খুঁজে বের করতে হবে।
অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে রোববার ওমানে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।