ড. ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ

60

নিউজ ২১ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের ফোনালাপ হয়েছে।বাসসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময়  রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে কথা হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবদুল কালাম আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন।আলোচনার বিস্তারিত যথাসময়ে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

 

পূর্বের খবরবাংলাদেশে বিমান টিকিট বুকিং এর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে
পরবর্তি খবরপবিত্র শবে-বরাত আজ