খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুর্দান্ত ঢাকা। জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছে রাজধানীর দলটি।
শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুভসূচনা করে দলটি। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য ঢাকার।
অন্যদিকে ঢাকার মতো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরে যায় বন্দর নগরীর দলটি। ঢাকার বিপক্ষে জয় পেতে মরিয়া চট্টগ্রাম।