পাকিস্তান থেকে আসা মাওলানা আহমদ বাটলারের আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার বাদ ফজর শুরু হয়েছে বিশ্বব্যাপী মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত, বৃষ্টিসহ নানা ভোগান্তি উপেক্ষা করে আসা মুসল্লিদের জিকির-আসকারে গত কয়েক দিন ধরেই মুখর ইজতেমা ময়দানসহ তুরাগ প্রান্তর। এদিকে ইজতেমা ময়দানে গতকাল প্রায় ৪০ লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেন। এতে ইজতেমার মুসল্লি ছাড়াও ঢাকা ও আশপাশের এলাকার অনেক মানুষও অংশ নেন। মুসল্লিদের এ স্রোত মূল মাঠ ছেড়ে ছড়িয়ে পড়ে রাস্তা ও বিভিন্ন অলিগলিতে। জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা
জোবায়ের। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক বন্ধ হয়ে যায়। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ জানান, আহমদ বাটলারের বয়ানের পর সকাল ১০টায় তালিম করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বাদ জুমা বয়ান করেন জর্ডানের মাওলানা ওমর খতিব, বাদ আছর বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের ও বাদ মাগরিব ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করেন। বিদেশি অতিথিরা তাদের ভাষায় বয়ান করলেও তা বাংলায় তরজমা করা হয়। জুমায় ৪০ লাখ মুসল্লি অংশ নেন। এদিকে বৃহস্পতিবার মাগরিবের পরপর হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। যদিও শুক্রবার রোদের দেখায় তা অনেকটা লাঘব হয়।
দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত : মানিকগঞ্জ থেকে ইজতেমার ডিউটিতে আসার পথে বাসের ধাক্কায় পুলিশের এক এএসআই হাসান মারা গেছেন। আহত হয়েছেন এসআই আমির হামজা। শুক্রবার সকাল সাড়ে ৬টায় টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও তিন মুসল্লির মৃত্যু : গত বৃহস্পতিবার রাতে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া শুক্রবার জুমার নামাজের আগে আরেক মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে মোট ৫ মুসল্লির মৃত্যু হলো।
৪৭ দেশের মুসল্লির অংশগ্রহণ : প্রথম পর্বে ৪৭টি দেশের দুই হাজার বিদেশি মুসল্লি ইজতেমায় অংশগ্রহণ করেছেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। গতকাল সকালে ইজতেমা ময়দানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিকে বিদেশিদের জন্য আলাদা শামিয়ানাসহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তাদের থাকা-খাওয়া ও ভ্রমণের ওপর নজরদারি করা হচ্ছে। অন্যদিকে বিশ্ব ইজতেমায় খোয়া যাওয়া পাসপোর্ট, মোবাইল, ডলার উদ্ধার করে এক কোরিয়ান নাগরিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ।