টঙ্গীতে উদীচীর মহান বিজয় দিবস উদযাপন

190

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, টঙ্গী শাখা সংসদের আয়োজনে টঙ্গীতে অনুষ্ঠিত হয়ে গেলো বিজয় উৎসব। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকেল ৫টায় হায়দার পাবলিক স্কুল, দেওড়া, টঙ্গীতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, টঙ্গী শাখা সংসদ এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মুক্তিযুদ্ধের চার মূলনীতি বাস্তবায়ন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উপর গুরুত্ব দেন উপস্থিত অতিথিবৃন্দ।নতুন প্রজন্মকে আরও বেশি মননশীল চর্চায় নিজেদের নিয়োজিত করার আহবান জানান

No description available.

রওনক পারভেজের সঞ্চালনায় এবং উদীচী, টঙ্গী শাখার সভাপতি জনাব মাধব আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সহসভাপতি শহিদুল্লাহ ভূঁইয়া স্বপন, রাজিব হায়দার সাদিম এবং আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি শওকত আলী, সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী ও প্রধান আলোচক ড. সামসুল বারী। শেষে দেশাত্মবোধক সঙ্গীত, গণসঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।

পূর্বের খবরবিশ্বের বিভিন্ন দেশের ৩০ ব্যক্তির দুর্নীতির জন্য ওপর মার্কিন ভিসা বিধিনিষেধ
পরবর্তি খবরতেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ মরদেহ উদ্ধার