জেমস, আর্টসেল, ভাইকিংসকে নিয়ে কনসার্ট

89

বিনোদন ডেস্ক:

ঢাকায় এ বছর প্রথম ‘ওপেন এয়ার’ কনসার্টে গাইবেন রক তারকা জেমস; সঙ্গে থাকবে আর্টসেল, ভাইকিংস, অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস, প্লাজমিক নক ও ব্লু জিন্স।

১৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে ‘দ্য স্কুল অব রক ভলিউম ২’ কনসার্টের আয়োজন করছে ইটিসি ইভেন্টস।

গত বছর আয়োজিত ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’ কনসার্টেও মূল আকর্ষণ হিসেবে মঞ্চে ছিলেন জেমস। ইটিসি ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মারুফা ইয়াসমিন জানান, গত বছরের মতো এবারও নতুন একটি ব্যান্ড এই মঞ্চে গাওয়ার সুযোগ পাবেন। এতে অংশ নিতে নিজেদের গান জমা দিতে হবে, সেখান থেকে একটি ব্যান্ডকে চূড়ান্ত করা হবে।

২ ফেব্রুয়ারি কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগ্রহীরা ইটিসি ইভেন্টসের ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারেন।

পূর্বের খবরজনগণ তাদের রায় দিয়েছে: ইমরান খান
পরবর্তি খবরট্রাম্পের ভাগ্য নির্ধারণী মামলার শুনানি চলছে