জাতিসংঘ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আশা করে বাংলাদেশে

124
অনলাইন ডেস্কঃ বাংলাদেশে একটি  সুষ্ঠু,অবাধ ও নিরেপক্ষ নির্বাচনের আশা করছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস।

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং নিরেপক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস। একইসঙ্গে নির্বাচনটিকে অবাধ ও সুষ্ঠু এ স্বীকৃতি দেওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার (২৯ নভেম্বর) নিউইয়র্কে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ডেনিস ফ্রান্সিস।

বিফ্রিংয়ে একজন বাংলাদেশি সাংবাদিক প্রশ্নের জবাবে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট বলেন, ‘আপনি বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যে প্রশ্নটি করেছেন সেটি জাতিসংঘের সাধারণ পরিষদের অংশ নয়। আমি শুধুমাত্র বিষয়টি নিয়ে আমার মন্তব্য দিতে পারব,যেটি আপনার প্রশ্নর সঙ্গে সম্পর্কিত।’

ডেনিস ফ্রান্সিস বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক শাসনের দীর্ঘ এবং শক্তিশালী ঐতিহ্য রয়েছে, আমি আশা করি, দেশটির ক্ষমতাসীন সরকার সেই ঐতিহ্যের প্রয়োজনীয়তা বুঝে তার প্রতি সম্মান জানাবে। বাংলাদেশের আসন্ন নির্বাচন, নিরেপক্ষ অবাধ ও সুষ্ঠু হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের স্বার্থকে মাথায় রেখে এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে।’

জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট বলেন, ‘নিরেপক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশটি আরও সম্ভাবনাময় হয়ে উঠবে এবং এতে তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ও একে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।’

পূর্বের খবরবাংলাদেশে ভারতের সমালোচনাকে যে চোখে দেখে দিল্লি
পরবর্তি খবরনিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টে বাংলাদেশ ১৫০ রানে জয়ী