জাতিসংঘের সফর সফল হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই

58

নিউজ ডেস্ক: দেশে আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন, তা নিয়ে কোনো শঙ্কা নেই, জাতিসংঘের সফর অত্যন্ত সফল হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতিসংঘের সফর শেষে শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই এ সফর, যা সফল হয়েছে। এছাড়াও রাষ্ট্রপ্রধানের সাথে রাজনৈতিক দলগুলোর সফর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
 
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে মির্জা ফখরুল জানান, দেশের জনগণের প্রত্যাশা পূরণে আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচন।
 
সে অনুযায়ী দলের হাইকমান্ডের নির্দেশনায় বিএনপি আগাবে বলে জানান মহাসচিব। তিনি বলেন, অন্তর্ভুক্তমূলক এই সফর আন্তর্জাতিক মহলে জাতীয় ঐক্যর নিদর্শন।
 
দেশ গণতন্ত্রে উত্তরণের জন্য আন্তর্জাতিক সকল দেশগুলোর সমর্থন রয়েছে, এই সফরে জাতিসংঘের অধিবেশন এর বাইরেও যে সংলাপ গুলো হয়েছে তা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পূর্বের খবরআজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম
পরবর্তি খবরটাইগারদের এক ম্যাচ আগেই সিরিজ জয়