জনগণের আস্থার প্রতিদান দেবেন ফেরদৌস আহমেদ

68

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ।

বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে শপথ নিয়েছেন।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে শপথ নিতে গিয়ে সংসদ সদস্য ফেরদৌস বলেন, আমার উপর যে বিশ্বাস আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি।

কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাবো।

শপথ গ্রহণের আগে জাতীয় সংসদ ভবনের প্রতিক্রিয়ায় নায়ক ফেরদৌস বলেন, আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি।

তিনি ঢাকা-১০ এর আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিশেষ করে ব্যারিস্টার তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ঢাকা-১০ কে উন্নয়নে দশে দশ রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

পূর্বের খবরশেখ হাসিনা ৪র্থবারের মত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হচ্ছেন, কাল শপথ
পরবর্তি খবরজাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন