ঢাকাঃ দেশের গাজীপুরে ১২৩ কারখানায় ভাঙচুর; ২২ মামলায় ৮৮ জন গ্রেপ্তার। শিল্প পুলিশ জানিয়েছে, পোশাক খাতের শ্রমিকদের মজুরি বাড়ানোকে কেন্দ্র করে গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুরের কোনাবাড়িতে ডিআইজি মো. জাকির হোসেন খান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন “আমাদের কাছে তথ্য আছে ১২৩টি কারখানায় কম-বেশি ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন থানায় ২২টি মামলায় এ পর্যন্ত ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি জানান, “শ্রমিকদের আন্দোলন কোনাবাড়িতে বেশি। আশুলিয়াতে কিছুটা আছে এবং চট্টগ্রাম এলাকায় আন্দোলন নেই।”
ডিআইজি জাকির হোসেন খান বলেন, শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যরা মিলে এ পর্যন্ত ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন থানায় ২২টি মামলা হয়েছে।”
ডিআইজি আরো বলেন, “সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শ্রমিকদের সঙ্গে বহিরাগত লোক আছে।”