গাজীপুরের বনখড়িয়ায় মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত

165

ঢাকার কাছে গাজীপুরের বনখড়িয়ায় মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত, একজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় আধা কিলোমিটার জনবসতিশূন্য এলাকায় প্রায় ২৫০ মিটার জুড়ে ৭টি বগি এলোমেলো হয়ে পড়ে আছে।

ফাইল ফটোঃ ভৈরবের কাছে ২৩ অক্টোবর ট্রেন দুর্ঘটনা ঘটে।
 ভৈরবের কাছে ২৩ অক্টোবর ট্রেন দুর্ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধি ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ভোর ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন যাত্রী নিহত ও লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর পরই ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১টা পর্যন্ত রেলপথ মেরামত ও ট্রেনটি উদ্ধারের কাজ চলছিল।

ঢাকার কাছে গাজীপুরে বুধবার একটি ট্রেন লাইনচ্যুত হলে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন, জানিয়েছেন রেলওয়ে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।<div class="paragraphs"><p>গাজীপুরে রেললাইন কেটে দেওয়ার পর দুর্ঘটনায় পড়া ট্রেনের বগি।</p></div>গাজীপুরে রেললাইন কেটে দেওয়ার পর দুর্ঘটনায় পড়া ট্রেনের বগি

গাজীপুরের বনখড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “দুর্ঘটনা কবলিত ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধারে তৎপরতা চলছে।”

গাজীপুরে ৭ বগি লাইনচ্যুত

নাশকতা নাকি দুর্ঘটনা?

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ”আমরা শুনেছি দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।” এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাটি নাশকতামূলক ঘটনা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার ভোররাত ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ময়মনসিংহ থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স।

রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

পূর্বের খবরএকতরফা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন হচ্ছে কেন?
পরবর্তি খবরআজ শহীদ বুদ্ধিজীবী দিবস