গাজীপুরের অবাধে পুবাইলে ঘোড়ার মাংস বিক্রি

25
টঙ্গী প্রতিবেদকঃ গাজীপুর মহানগরের পূবাইলের হায়দ্রাবাদ এলাকায় অবাধে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে। প্রতি শুক্রবার ৩ থেকে ৪ টি ঘোড়া জবাই করে বিক্রি করেন বন্ধু শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন। ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করেন প্রতি কেজি ঘোড়ার মাংস।
এই ঘোড়ার মাংস বিক্রি নিয়ে এলাকায় তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ জানান, ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতই সুস্বাদু। অন্যদিকে দাম অনেক কম হাওয়াতেও এ মাংসের চাহিদা বাড়ছে গাজীপুরে। এদিকে এলাকার অনেকে মনে করছেন ঘোড়ার মাংস খাওয় অরুচিকর বলেও মন্তব্য করেছেন অনেকে।
May be an image of ৯ people, horse and text
দেশে তেমন পরিচিত না হলেও ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের কিছু শহরে এটি একটি জনপ্রিয় খাবার। স্থানীয় এলাকায় মাদ্রাসা পরিচালক মুফতি আবু সাইদ জানান, ইসলামে ঘোড়ার মাংস খাওয়াতে কোন নিষেধাজ্ঞা নেই।
জানা যায় চলতি বছরের শুরুর দিকে বানিজ্যভাবে ঘোড়ার মাংস বিক্রি করা শুরু করেন এই দুই বন্ধু। দুবাই ভ্রমণ এ ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা থেকেই দেশে ফিরে ব্যতিক্রমি এই উদ্যোগ নেয় তারা।
পূর্বের খবরসমন্বয়কের নেতৃত্বে পুলিশের গাড়ি নিয়ে ডাকাতি, বাহিনীর ২ কর্মকর্তা সহ গ্রেফতার ৫, কে এই সিয়াদাত রাজ?
পরবর্তি খবরবাংলাদেশকে নিয়ে ভয়ংকর মিশনে ‘র’