ঢাকাঃ গাউসিয়া কমিটি বাংলাদেশের আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় গতকাল রবিবার গাউসিয়া কমিটি বাংলাদেশের উত্তরা থানা শাখার সেক্রেটারি মফিজুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দপ্তর সম্পাদক কবীর হোসেনের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ হযরত আলী।
সভায় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের দিন আগত প্রতিনিধিদের সম্মেলন আসার সময় নিজ নিজ সাংগঠনিক এলাকার বক্তব্য প্রদান করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া অতিথিদের আপ্যায়ন ও হল যাতায়াতের বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন বলে জানানো হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি প্রকাশ করেছেন জনাব আলহাজ্ব মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি) মাননীয় মন্ত্রী শিক্ষা উপমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর উদ্যোগে উত্তরায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হোসেন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, দাওয়াতে খায়ের সম্পাদক জনাব মফিজুর রহমান, টঙ্গী পূর্ব থানা আহবায়ক, একেএম শরিফুল ইসলাম খান, জনাব ফারুকী আজম, জনাব সিরাজুল হক জনাব বেলায়েত হোসেন, মাওলানা জাহাঙ্গীর আল্ জনাব কামরুল ইসলাম, জনাব আনোয়ার হোসেন, জনাব মাসুদ পারভেজ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রতিনিধি সম্মেলনে সরকারের মন্ত্রীসহ দেশের প্রতিটি জেলা-মহানগর ও বিদেশ কমিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।