গণতন্ত্র দিবসে ঢাকায় সমাবেশ করবে বিএনপিসহ সমমনা দল

108
নিজস্ব প্রতিবেদকঃ আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিবসটিকে সামনে রেখে রাজধানীতে ঢাকায় সমাবেশ করবে বিএনপিসহ ৪২ সমমনা দল। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীতে যুগপৎ ধারায় একদফা দাবিতে সমাবেশ করবে বিএনপিসহ সমমনা ৪২ রাজনৈতিক দল। বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফলে প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ করেছে দলগুলো। এরই মধ্যে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের জমায়েত করতে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডকে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Image not found
মহানগরের নেতারা এসব তথ্য নিশ্চিত করে জানান, মূলত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের জন্য এদিনকে বেছে নেওয়া হয়েছে। গণতন্ত্র দিবস উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথকভাবে গণমাধ্যমে বাণী দিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘সারাবিশে^ বহু মত, পথের গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি মানুষের আগ্রহকে ভূলুণ্ঠিত করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এখনো একদলীয় দুঃশাসনের কালো ছায়া বিরাজমান। বর্তমানে বাংলাদেশে নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবিক সাম্য হরণ করা হয়েছে। বাংলাদেশে কারও ছায়া দেখলেই আঁতকে উঠতে হয়। নানা কালাকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে মতপ্রকাশের স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে। ভিন্নমতের কারণে অনেকেই গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। দেশের প্রধান বিরোধী দলের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে, এখনো তিনি পুরোপুরি মুক্ত নন। আমরা বর্তমানে এক ভয়াবহ দুর্দিন অতিক্রম করছি।’

গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, বিরোধী রাজনীতি করেন, এমন প্রায় ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিদিন নিম্নআদালতে যেতে হচ্ছে। তার (ফখরুল) নামেও ৯৮টি মামলা। আর দুটি হলে সেঞ্চুরি হবে। সব বিরোধী রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এমন মামলা রয়েছে। আদালতে হাজিরার কারণে তারা সকালের রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারেন না।

গণতন্ত্র মঞ্চসহ সমমনা দল ও জোট : গণতন্ত্র দিবস উপলক্ষে বিকাল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় ১২-দলীয় জোট, পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট সমাবেশ করবে। বেলা ৩টায় পূর্ব পান্থপথস্থ এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং বিকাল সাড়ে ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (একাংশ)। এ ছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনসহ (এনডিএম) সমমনা দলগুলো একদফা দাবিতে একই কর্মসূচি পালন করবে।

গত ১২ জুলাই ‘সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন, বিদ্যমান সংসদ বিলুপ্ত এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার একদফা আন্দোলনের ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করে। সর্বশেষ ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরে গণমিছিল কর্মসূটি করা হয়।

পূর্বের খবরআওয়ামী লীগের জন্য ডিসি-ওসিদের ভোট চাওয়া নিয়ে যত বিতর্ক
পরবর্তি খবরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন