অনলাইন ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে তাকে কেবিনে নেয়া হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে জরুরি ভিত্তিতে সিসিইউতে নেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭৮ বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হদরোগে ভুগছেন। এরআগেও চিকিৎসাধীন অবস্থায় তাকে কয়েক দফায় সিসিইউতে স্থানান্তর করা হয়।