ক্রিকেট ভালো করতে গেলে কঠিন সিদ্ধান্ত নেবে পাপন

129

খেলাধুলা ডেস্ক:

দেশের ক্রিকেটের স্বার্থে কঠিন কিছু সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

 

রোববার(১০ ডিসেম্বর)  মিরপুরে গণমাধ্যমকে পাপন বলেন, ‘সাকিবকে বা কাউকে যখন শাস্তি দিয়েছি সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ চায় না এসব। (এখন তো সাপোর্ট করছে এমন কথার জবাবে)

 

এই যে এটাই চাচ্ছিলাম এই জাগরণটা উঠুক। আপনারা যে বুঝতে পারছেন কোনটা ঠিক কোনটা ঠিক না। আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট ভালো করতে গেলে । যা মানুষ পছন্দ করবে না। আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই। ’

 

বোর্ড সভাপতি আরও বলেন, ‘একটা উদাহরণ বলি, শৃঙ্খলা (ডিসিপ্লিন) বলতে কিছু আছে? এবার আমার মনে হয় নাই। শৃঙ্খলা (ডিসিপ্লিন) ঠিক করতে হবে না? সে যেই হোক না কেন। দেশকে ভালোবাসেন, ক্রিকেটকে ভালোবাসেন সব ঠিক হয়ে যাবে। ’

পূর্বের খবরঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ঢাকা-টঙ্গী রেলপথ নিরাপত্তা ঝুঁকিতে
পরবর্তি খবরআগামী ১০-১২ ডিসেম্বর ফের অবরোধ বিএনপির