ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা ও শনিরআখড়া এলাকায় পুলিশের সঙ্গে কোটাবিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়েছে পুলিশ। পাল্টা ইটপাটকেল ছুড়েছে আন্দোলনকারীরা। এতে পুলিশের দুই জন সদস্য ও ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক পর্যায়ে শনিরআখড়ার কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয় আন্দোলনকারীরা।