কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহর ইন্তেকাল

137
অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল জাবের আল সাবাহ ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স ৮৬ বছর।

শনিবার (১৬ ডিসেম্বর) তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আমিরি দিওয়ান ।

শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুর পর শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কুয়েতের আমির হন।

দেশটির আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবারক আল সাবাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন।

কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-এর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি।

পূর্বের খবরএশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা, সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতলো
পরবর্তি খবরপেঁয়াজের দাম বেশি রাখায় সারাদেশে ১১৫ প্রতিষ্ঠানকে জরিমানা