কিয়ারাকে নিয়ে ঘোড়ায় চড়ে কোথায় যাচ্ছেন সিদ্ধার্থ

92

বিনোদন ডেস্ক:

বিয়ের এক বছর পূর্ণ হলো বলিউডের জনপ্রিয় দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিবাহ বার্ষিকীর দিনে সিদ্ধার্থ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে ঘোড়ার পিঠে চড়তে দেখা গেছে তাদের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী কিয়ারার সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে সূর্যাস্ত দেখছেন, এমনই একটি ছবির ক্যাপশনে লেখেন— ‘যাত্রা নয়, গন্তব্যে পৌঁছনটাই গুরুত্বপূর্ণ, তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী।’

২০২১ সালে ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনীর ওপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল ‘শেরশাহ’। বিষ্ণুবর্ধন পরিচালিত এই ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জুটি হিসাবে দশর্কের মনেও জায়গা করে নিয়েছিলেন তারা।

সিদ্ধার্থকে স্বামী হিসেবে পেয়ে বেশ খুশি কিয়ারা, তার প্রমাণ বিভিন্ন সময় সামাজিক মাধ্যমের পাতায় দিয়েছেন অভিনেত্রী। কফি উইথ করণের অষ্টম সিজনে এসে কিয়ারা বলেন, ‘বিয়ে করে আমি সুখী।’

পূর্বের খবরদেশে বেশি সংসার ভাঙছে পরকীয়ায়, সিলেটে ও ঢাকায় স্বামী বিদেশ থাকায়
পরবর্তি খবরদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষীরা কবে ফেরত যাবে?