কাতারে পবিত্র কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ মুশফিকুর চ্যাম্পিয়ন

163
নিউজ ডেস্ক: কাতারে পবিত্র কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ মুশফিকুর ১ম স্থানে অধিকারী  হয়েছেন।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তিজান আন নূর আন্তর্জাতি পবিত্র কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী মুশফিকুর রাজধানীর যাত্রাবাড়ীর শায়েখ ক্বারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী।

একই মাদরাসার ছাত্র হাফেজ মোহাম্মদ সাদিকুর রহমান কুরআন ফাউন্ডেশন আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন। ওই প্রতিযোগিতায় সারাদেশের প্রায় ২০ হাজার প্রতিযোগী অংশ নেন।

পূর্বের খবর‘ভারতীয় পণ্য বয়কট’ ও ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা বাংলাদেশে দানা বাঁধছে
পরবর্তি খবরযুক্তরাষ্ট্র কেন ভারতের পরামর্শে বাংলাদেশের বিষয়ে অবস্থান পরিবর্তন করলো