ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানাল ইরান

55

গতকাল (শুক্রবার) ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিমকে টেলিফোন করে এই আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

ফোনালাপে দুই কূটনীতিক সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানান। বিষয়টি নিয়ে অবিলম্বে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বসা উচিত বলে আমির-আব্দুল্লাহিয়ান মন্তব্য করেন।

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কুরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।

বহু মুসলিম ও আরব দেশ সুইডেনে কুরআন অবমাননার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি শুক্রবার তেহরানে বলেছেন, বিশ্ব মুসলিম কখনও তাদের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা সহ্য করবে না।তিনি আরো বলেছেন, বাক স্বাধীনতার অজুহাত দেখিয়ে ধর্মগ্রন্থের অবমাননার ঘটনায় পশ্চিমাদের চিন্তার দৈন্যতা প্রকাশ পেয়েছে

পূর্বের খবরকয়লা এসেছে, ফের বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে পায়রা
পরবর্তি খবরকোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ