এবার ১০ম দফা বিএনপির ৬ ও ৭ ডিসেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা

123

অনলাইন ডেস্কঃ দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের দাবিতে ফের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। পাশাপাশি আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, আগামী বুধবার (৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধ পালন করবে বিএনপি।

পাশাপাশি আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে জেলা শহরে মানববন্ধনের ডাক দিয়েছেন তিনি। উল্লেখ্য, এদিকে সোমবার সারাদেশে পালিত হচ্ছে নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি।

এর আগে গতকাল রবিবার সকাল ৬টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছিল বিএনপি।

এ নিয়ে দশম দফায় অবরোধ ডাকল বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ও শরিক দলগুলোও এসব কর্মসূচি পালন করছে।

 

পূর্বের খবরযুক্তরাষ্ট্র দেখছে ইসরায়েলের পরাজয়!
পরবর্তি খবরসংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৩১টি বাতিল, গৃহীত ১৯৮৫টি