নিজস্ব প্রতিবেদকঃ গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টায় উত্তরার ডিয়াবারিতে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের বোমার সম্মানিত সভাপতি, উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খানের জ্যৈষ্ঠ পুত্র সামির খান (১৮) গুরুতর আহত হয়েছে। পরে তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রোগীর অবস্থা আশঙ্কা জনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাও নিউরোসাইন্স হাসপাতালে রেফার করে এরপর সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হলে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পাঠিয়ে দেওয়া হয়। তারপর সামিরের চোখের পরীক্ষা নিরীক্ষার পরে তার উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দিলে চিকিৎষকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়।
এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা বেশকিছু পরীক্ষা নিরীক্ষার পর আশঙ্কামুক্ত বলে জানান। সেখানে সামিরের জরুরী চিকিৎসার পর আজ ভোরে ঢাকা মেডিকেল থেকে সেবা সুশ্রূষা লিমিটেড নামক অন্য একটি বেসরকারি হাসপাতালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য অধ্যাপক ডাঃ জালাল আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দাঁত এবং কপালের হাড় ভেঙে গেছে।
নিউজ২১বিডি.নেটের সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম খান তার তার সন্তানের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।