ইসরাইলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে : জাতিসংঘ

100

ইসরায়েলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে: জাতিসংঘ জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের সংবাদদাতা এক রিপোর্টে এ কথা জানান।যে কারণে গোলান মালভূমি এতটা গুরুত্বপূর্ণ

 অনলাইন ডেস্কঃ ইসরায়েলকে গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে হবে। ছেড়ে দিতে হবে এর দখল। এই সংক্রান্ত এক আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে মঙ্গলবার। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের সংবাদদাতা এক রিপোর্টে এ তথ্য জানিয়েছেন। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ইসরাইলকে অধিকৃত গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘের একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও সৌদি আরবসহ মোট ৯১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আটটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। ৬২টি দেশ ভোটদানে বিরত ছিল।

আলজেরিয়া, ভেনিজুয়েলা, মিসর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও তিউনিসিয়াসহ অন্তর্ভুক্ত দেশগুলোর একটি গ্রুপ প্রস্তাবটির সহ-লেখক।

প্রস্তাবে আটটি বিধান রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরায়েল এখনও পর্যন্ত ১৯৮১ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৪৯৭ নং প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা ইসরায়েলের সংযুক্তি বাতিল ও অকার্যকর ঘোষণা করে।

israel_golan_map
সিরিয়া আর ইসরায়েলের মাঝখানে গোলান মালভূমি: মানচিত্র

তাছাড়া, ‘নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে ইসরায়েলকে ৪ জুন ১৯৬৭ সালের সমস্ত দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে সরে আসার জন্য আরও একবার দাবি করা হয়েছে।’

এটি আরও নির্ধারণ করে ‘সিরিয়ার গোলানের অব্যাহত দখলদারিত্ব ও এর প্রকৃত অংশীদারিত্ব এই অঞ্চলে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক সমন্বিত এবং স্থায়ী শান্তি অর্জনের পথে বাধা সৃষ্টি করে।’

এছাড়াও, জাতিসংঘ সাধারণ পরিষদ ইসরায়েলকে সিরিয়া ও লেবাননের ব্যাপারে সঠিক পথে ফিরে আসতে আলোচনা পুনরায় শুরু করার এবং পূর্ববর্তী আলোচনার সময় দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারগুলোকে সম্মান করার আহ্বান জানায়।

উল্লেখ্য, উনিশ শ’ সাতষট্টি সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি বা গোলান হাইটস দখল করে নিয়েছিল ইসরাইল। দখলকৃত সেই গোলান হাইটসে গত বছর ব্যাপক হামলা চালায় ইরান। এরপর সিরিয়ায় অবস্থিত প্রায় সকল ইরানি স্থাপনায় বিমান হামলা চালিয়ে হামলার জবাব দেয় ইসরাইল। ইরান ও ইসরাইলের মধ্যে দ্বন্দ্ব বহুকালের। ইদানীং আরব রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে ইরানকে মোকাবিলায় ইসরাইলের তৎপরতাও চোখে পড়ার মতো। কিন্তু দখলকৃত গোলান হাইটসে ইরানি হামলার এরকম কড়া জবাব সবাইকে অবাক করে দিয়েছে।

এপি/ডয়চে ভেলে

পূর্বের খবরএক মাসে ২০ হাজারের বেশি বিএনপি’র নেতাকর্মী গ্রেফতার
পরবর্তি খবরসারাবিশ্ব বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় : ইইউ