আজ ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, যেমন হতে পারে একাদশ

132

জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার (২১ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬ টায়। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের পর এবার দ্বিতীয় বারের মতো শেষ আটে খেলবে টাইগাররা। ব্যাটিং নিয়ে অধিনায়ক চিন্তিত হলেও হাথুরুসিংহে বলছেন ভিন্ন কথা! বাংলাদেশ এখন যা পাবে তাই বোনাস বললেন কোচ হাথুরুসিংহে।

 

আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ছবি: এপি

 আজ শুক্রবার (২১ জুন)ভোরে বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সিরিজ ও ভারতের বিপক্ষে প্রস্ততি ম্যাচে খেই হারানো শান্তর দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বিশ্বকাপের মঞ্চে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে অলরাউন্ড ক্রিকেট খেলতে না পারলেও বোলিং ও ফিল্ডারদের অসাধারণ নৈপুণ্যের কারণেই ব্যাটারদের অবদান ছাড়াই শেষ আটের টিকিট নিশ্চিত করে টিম টাইগার্স। বিশেষ করে টাইগারদের টপ অর্ডারের ব্যর্থতা ছিলো চমকে যাওয়ার মতো। উল্লেখ্য, গ্রুপ পর্বে চার ম্যাচ খেলে অধিনায়ক শান্তর ব্যাট থেকে এসেছে মোটে ২৬ রান।


সুপার এইটে ব্যাট বলের সাথে মানসিক ও শারীরিক দৃঢ়তার পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। সেই সঙ্গে উইকেট বিবেচনায় আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। বিশেষজ্ঞরা বলছে, অ্যান্টিগার পিচ হবে মন্থর গতির। তাই ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা ফেবারিটের তকমা নিয়েই নামবে শান্ত বাহিনী। স্লো উইকেটের কারণেই ২০২১ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।

২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছে বাংলাদেশ। কোনও আসরেই দুটির বেশি জয় পায়নি। এবার তিন জয়ে সুপার এইট খেলছে নাজমুল হোসেন শান্তর দল। এই পর্বে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে অন্তত দুটি ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে যাওয়া সম্ভব হবে। যদিও এতো কিছু ভাবছে না বাংলাদেশ দল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন বাংলাদেশ, এখন যা পাবে তাই বোনাস।

চন্ডিকা হাথুরুসিংহে, ফাইল ছবি।প্রধান কোচ হাথুরুসিংহে
 

তারপরও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, যেকোনো সুযোগ কাজে লাগাতে হলে ব্যাটিং সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, ‘আশা করছি আমাদের বোলিং পারফরমেন্স ধরে রাখতে পারবো এবং পরের পর্বে আমাদের ব্যাটিংও ভালো হবে।’

শান্ত আরও বলেন, ‘আমরা খুব বেশি রান করছি না। কিন্তু আমরা জানি দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে আমরা রান ডিফেন্ড করতে পারবো। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবসময় গুরুত্বপূর্ণ। এই রাউন্ডের জন্য আমাদের পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১০ বারের দেখায় বাংলাদেশের ৪ জয়ের বিপরীতে অজিরা জিতেছে ৬ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের মোকাবেলায় সবগুলোতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিহে শিষ্যর খারাপ সময়টাতে পাশে থাকতে চাইলেন, ‘কেবল শান্ত নয়। বেশির ভাগ দলের টপ অর্ডারই এবার সংগ্রাম করছে। কারণ এখানের পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন। বিষয়টা হলো, বেশির ভাগ দলই ম্যাচ খেলতে নামছে কত রান ভালো স্কোর হবে তা না জেনেই। তাতে শুরুর দিকে দুই-তিনজন ব্যাটারকে কন্ডিশন যাচাই করতে হয়।’


অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক) ও তানজিম হাসান সাকিব।

 

পূর্বের খবরনারায়ণগঞ্জ জেলা পরিষদের ২ প্রকৌশলী গুনে গুনে ঘুষের টাকা নেন
পরবর্তি খবরদেশের চামড়া শিল্প একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে