ঢাকাঃ আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম নয়,এটি আগামী শনিবার (৪ অক্টোবর, ২০২৫) পালিত হবে, কারণ রবিউস সানি মাস সবেমাত্র শুরু হয়েছে। এটি মহান ওলী, হজরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবসকে স্মরণ করে পালন করা হয় এবং এটি রবিউস সানি মাসের ১১তম দিনে পড়ে।
হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি তারিখে তিনি মৃত্যুবরণ করেন, যা এই দিবসটির ভিত্তি।১৪৪৭ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হয়েছে মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫। সুতরাং, আগামী শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ তারিখে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
ইসলামী ফাউন্ডেশন আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দিবসটি পালনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন।
‘ফাতেহা-ই-ইয়াজদাহমে’র বিশেষত্বঃ
এই দিনটি মূলত আবদুল কাদির জিলানী (রহ.)-এর ওফাত দিবস। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। তার বাবার নাম সৈয়দ আবু সালেহ এবং মায়ের নাম বিবি ফাতেমা। তিনি ৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন।
তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন। এ দিনে তার শান্তির জন্য দোয়া-মোনাজাত ও তার জীবনী আলোচনা করা হয়।
তাই এদিন ইরাকের পাশাপাশি সারাবিশ্বের অনেক মুসলিম দেশে তার জন্য দোয়া ও মোনাজাতের বিশেষ আয়োজন করা হয়।





