নিজস্ব প্রতিবেদকঃ আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের ৩০০ আসনের প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। এরমধ্যে ১৬০ আসনের কোন প্রার্থীর পরিবর্তন হবে না। নিজেদের জন্য ২৪০ আসন রেখে বাকি ৬০টি আসন শরিকদের মধ্যে বন্টন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি কে গত ইলেকশনে ৩৬ টি আসন ছেড়ে দেয়া হয়েছিল। এবার তারা আরো বেশি আসন চাইছে। আসন বাড়ানোর জন্য তারা দর কষাকষি ও দেন দরবার করছে। বেশি আসুন না পেলে এককভাবে নির্বাচন করবে বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। এদিকে আগামীকাল বসছে আম্লীগের মনোনয়ন বোর্ডের প্রথম সভা। আগামী তিন দিনের মধ্যে সকল মনোনয়ন চূড়ান্ত হবে।
নবীন ও প্রবীণের সমন্বয়ে এবারের প্রার্থী তালিকা করা হয়েছে। অনেক প্রভাবশালী মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতা বাদ পড়তে যাচ্ছেন। এছাড়াও বয়স ও অসুস্থতার কারণে বেশ কয়েকজন বাদ পড়েছেন বল জানা গেছে।তবে বিতর্কিত অনেক এমপি এবারও টিকে গেছেন।
আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র হতে জানা তথ্য মতে ইতোমধ্যে অনেক আসনের প্রাপ্তির চূড়ান্ত হয়েছে। আবার এর মধ্যে কিছু আসন ফাঁকা রয়েছে। ফাকা আসনগুলোর সিদ্ধান্ত গ্রহণ করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১. মাজারুল ইসলাম, পঞ্চগড় -১,
নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় ২,
আফতাব উদ্দিন সরকার নীলফামার ১,
আসাদুজ্জামান নূর নীলফামারী ২,
মনোরঞ্জনশীল গোপাল দিনাজপুর ১,
খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর ২,
ইকবাল রহিম, দিনাজপুর ৩,
মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর ৫,
শিবলী সাদিক দিনাজপুর ৬,
মোতাহার হোসেন লালমনিরহাট ১, নুরুজ্জামান লালমনিরহাট ২,
টিপু মুন্সি রংপুর ৪, আশিকুর রহমান রংপুর ৫, ডক্টর শিরিন শারমিন সুলতানা রংপুর ৬, মাহাবুব আরা গিনী গাইবান্ধা ২,
,উম্মে কুলসুম গাইবান্ধা ৩,
মাহমুদ হাসান রিপন গাইবান্ধা ৫,
শামসুল আলম দুদু জয়পুরহাট ১,
আবু সাঈদ আল স্বপন জয়পুরহাট ২,
শাহাজাদা মান্নান বগুড়া ১,
সাধন চন্দ্র মজুমদার নওগাঁ ১,
শহিদুজ্জামান সরকার নওগাঁ ২,
, নিজামুদ্দিন জলিল নওগাঁ ৫,
ইঞ্জিনিয়ার এনামুল হক রাজশাহী ৪,
শাহরিয়ার আলম, রাজশাহী ৬,
শহিদুল ইসলাম বকুল, নাটোর ১,
জুনায়েদ আহমেদ পলক, নাটোর ৩,
তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জে ১,
ডক্টর হাবিব এ মিল্লাত সিরাজগঞ্জ ২,
ডক্টর আব্দুল আজিজ সিরাজগঞ্জ ৩,
তানভীর ইমাম সিরাজগঞ্জ ৪,
মেরিনা জাহান সিরাজগঞ্জ ৫,
শামসুল হক টুকু পাবনা ১,
ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর ১,
আ ক ম সারোয়ার জাহান কুষ্টিয়া ১,
মাহাবুবুল আলম হানিফ কুষ্টিয়া ৩,
আলী আজগর ঝিনাইদহ ২,
মোঃ শফিকুল আজম খান ঝিনাইদহ ৩,
শেখ আফিল উদ্দিন যশোর ১,
কাজী নাবিল আহমেদ যশোর ৩,
রঞ্জিত কুমার রায় যশোর ৪,
শাহিন চাকলাদার যশোর ৫, সাইফুজ্জামান শিখর মাগুরা ১,
বিরেন শিকদার মাগুরা ২,
বি এন কবিরুল হক মুক্তি নড়াইল ১,
মাশরাফি বিন মুর্তজা নড়াইল ২,
শেখ হেলাল বাগেরহাট ১,
শেখ তন্ময় বাগেরহাট ২, হাবিবুন নাহার বাগেরহাট ৩, আমিরুল আলম মিলন বাগেরহাট ৪,
পঞ্চানন বিশ্বাস খুলনা ১,
শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা ২,
মুন্নুজান সুফিয়ান খুলনা ৩,
নারায়ণ চন্দ্র চন্দ খুলনা ৫,
আখতারুজ্জামান বাবু খুলনা ৬,
এস এম জগলুল হায়দার সাতক্ষীরা ৪,
অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ চন্দ্র শম্ভু বরগুনা ১,
আফজাল হোসেন পটুয়াখালী
১,
আ স ম ফিরোজ পটুয়াখালী ২,
এস এম শাহজাদা পটুয়াখালী ৩,
নুরুন্নবী চৌধুরী শাওন ভোলা ৩,
আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা ৪,
আবুল হাসনাত আব্দুল্লাহ বরিশাল ১,
পঙ্কজ দেবনাথ বরিশাল ৪,
কর্নেল জাহিদ ফারুক শামীম বরিশাল ৫,
আমির হোসেন আমু ঝালকাঠি ২,
আব্দুর রাজ্জাক টাঙ্গাইল ১,
তানভীর হাসান ছোট মনির টাঙ্গাইল ২,
আহসানুল ইসলাম টাঙ্গাইল ৬,
আ ক ম মোজাম্মেল হক গাজীপুর ১,
জাহিদ আহসান রাসেল গাজীপুর ২,
ইকবাল হাসান সবুজ গাজীপুর ৩,
সিমিন হোসেন রিমি গাজীপুর ৪,
মেহের আফরোশ চুমকি গাজীপুর ৫,
সালমান এফ রহমান ঢাকা ১, কামরুল ইসলাম ঢাকা ২, নজরুল হামিদ দিপু ঢাকা ৩, সাবের হোসেন চৌধুরী ঢাকা ৯,
শফিউল ইসলাম মহিউদ্দিন ঢাকা ১০,
এ কে এম রহমতউল্লাহ ঢাকা ১১,
আসাদুজ্জামান খান কামাল ঢাকা ১২,
কামাল আহমেদ মজুমদার ঢাকা ১৫,
ইলিয়াস উদ্দিন মোল্লা ঢাকা ১৬,
মোঃ এ আরাফাত ঢাকা ১৭,
হাবিব হাসান ঢাকা ১৮, বেনজির আহমেদ ঢাকা ২০, নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ ১,
মমতাজ বেগম মানিকগঞ্জ ২, জাহিদ মালিক স্বপন মানিকগঞ্জ ৩,
জহিরুল হক ভূঁইয়া নরসিংদী ৩, অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন নরসিংদী ৪,
গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ ১,
নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ ২,
এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ ৪,
কেরামত আলী রাজবাড়ী ১,
মোহাম্মদ জিল্লুল হাকিম রাজবাড়ী ২,
মনজুর হোসেন ফরিদপুর ১, শাহাদাত আকবর চৌধুরী লাভু ফরিদপুর ২,
কর্নেল ফারুক খান গোপালগঞ্জ ১,
শেখ ফজলুল করিম গোপালগঞ্জ ২,
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ ৩, নূরে আলম চৌধুরী লিটন মাদারীপুর ১,শাজাহান খান মাদারীপুর ২, আব্দুস সোবহান গোলাপ মাদারীপুর ৩,
এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর ২,
নাঈম রাজ্জাক শরীয়তপুর ৩, মোহাম্মদ ফরিদুল খান জামালপুর ২,
মির্জা আজম জামালপুর ৩, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন জামালপুর ৫, আতিউর রহমান আতিক শেরপুর ১,
মতিয়া চৌধুরী শেরপুর ২, জুয়েল আরেং ময়মনসিংহ ১, শরীফ আহমেদ ময়মনসিং ২, মাওলানা রুহুল আমিন মাদানী ময়মনসিং ৭ আনোয়ারুল আবেদিন তুহিন ময়মনসিংহ ৯,
মানু মজুমদার নেত্রকোনা ১, আশরাফ আলী খান খসরু নেত্রকোনা ২,
অসীম কুমার উকিল নেত্রকোনা ৩,
সাজ্জাদুল হাসান নেত্রকোনা ৪,
সৈয়দা জাকিয়া নূর কিশোরগঞ্জ ১,
রেজওয়ান আহমেদ তৌফিক কিশোরগঞ্জ ৪,
নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ ৬,
মোয়াজ্জেম হোসেন রতন সুনামগঞ্জ ১,
এম এ মান্নান সুনামগঞ্জ ৩,
মহিবুর রহমান মানিক সুনামগঞ্জ ৫,
এ কে এম আব্দুল মমেন সিলেট ১,
হাবিবুর রহমান সিলেট ৩,
ইমরান আহমেদ সিলেট ৪,
মোঃ শাহাবুদ্দিন মৌলভীবাজার ১,
নেসার আহমেদ মৌলভীবাজার ৩,
মোহাম্মদ আবদুস শহীদ মৌলভী বাজার ৪,
মোহাম্মদ আব্দুল মজিদ খান হবিগঞ্জ ২,
মোঃ আবু জাহিদ হবিগঞ্জ ৩,
মোহাম্মদ মাহবুব আলী হবিগঞ্জ ৪,
বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ১,
ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়া ৩,
এডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া ৪,
ক্যাপ্টেন তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া ৬,
সেলিমা আহাম্মেদ মেরি কুমিল্লা ২,
গাজী মোহাম্মদ ফখরুল কুমিল্লা ৪,
ডাক্তার প্রাণ গোপাল দত্ত কুমিল্লা ৭,
নাসিমুল আলম চৌধুরী কুমিল্লা ৮,
মোঃ তাজুল ইসলাম কুমিল্লা ৯,
মুজিবুল হক কুমিল্লায় ১১,৩,
মোঃ শফিকুর রহমান চাঁদপুর ৪,
নিজাম উদ্দিন হাজারী ফেনী ২,
ওবায়দুল কাদের নোয়াখালী ৫,
দিদারুল আলম চট্টগ্রাম ৪,
এবিএম ফজলুল করিম চৌধুরী চট্টগ্রাম ৬,
ডঃ হাসান মাহমুদ চট্টগ্রাম ৭,
ব্যারিস্টার মহিবুল চৌধুরী নওফেল চট্টগ্রাম ৯,
মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম ১০,
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম ১৩,
নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম ১৪,
আবু রেজা নদবি চট্টগ্রাম ১৫,
মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম ১৬,
জাফর আলম কক্সবাজার ১,
আশিক উল্লাহ রফিক কক্সবাজার ২,
বীর বাহাদুর উ শৈ চিং বান্দরবান,
রাঙ্গামাটি দীপঙ্কর তালুকদার।