আওয়ামী লীগের ২৯৮ আসনে মনোনয়ন পেলেন যাঁরা

91

ঢাকাঃ দেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রোববার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে মনোয়ন ঘোষণা করেছে। দুইটি আসনের প্রার্থীও পরে ঘোষণা করা হবে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যারা মনোনয়ন পেয়েছেন তাদের নাম ঘোষণা করেন। তবে এবার আওয়ামী লীগের এমপিদের মধ্যে ৬০জনেরও বেশি বাদ পড়েন। নতুন মুখ এসেছেন প্রায় ১০০ জন।

কুষ্টিয়া–২ ও নারায়ণগঞ্জ–৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, দীপু মণি মনোনয়ন পেয়েছেন। সারাদেশের ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা।

আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো প্রার্থীদের তালিকা তুলে ধরা হলো:

পূর্বের খবরএইচএসসি ও আলিমের ফলাফল প্রকাশ
পরবর্তি খবরযেভাবে বন্ধ করবেন ইনস্টাগ্রামে থ্রেডস থেকে আসা নোটিফিকেশন