আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন কোহলি

78

খেলাধূলা ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দলকে শিরোপা উপহার দিতে না পারলেও আইসিসির মাপকাঠিতে ঠিকই মূল্যায়ন হয়েছে কোহলির। তাকে বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

এ নিয়ে মোট ৪ বার আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেট নির্বাচিত হলেন কোহলি। এর আগে ২০১২, ২০১৭ ও ২০১৮ সালের এই পুরস্কার পেয়েছেন তিনি।

কোহলির সঙ্গে আইসিসির বর্ষসেরা পুরস্কার জেতার লড়াইয়ে ছিলেন তারই সতীর্থ শুভমান গিল ও মোহাম্মদ শামি, নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ছিলেন এই লড়াইয়ে। যদিও কামিন্স সব ক্রিকেট মিলিয়েই বিশ্বসেরা হয়েছেন।

পূর্বের খবরআমিরাত সফর শেষে সেনাপ্রধান দেশে ফিরলেন
পরবর্তি খবরহলেন বছরের সেরা ক্রিকেটার কামিন্সই