আইপিএলে খেলতে পারবে না তাসকিন

80

অনলাইন ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ একাধিকবার পেয়েছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে একবারও খেলতে পারেননি এই টাইগার পেসার।

বোর্ডের আপত্তিতে এবারও আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নেন তাসকিন। আইপিএলের মতো লিগে বারবার সুযোগ পেয়েও খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

আইপিএলে না খেলতে পারা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো।

একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’

তিনি আরও বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে।

কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’

পূর্বের খবরভোটের দিন চলবে গণপরিবহন, প্রাইভেটকার : জননিরাপত্তা সচিব
পরবর্তি খবরদুর্নীতি করতে আসিনি: শেখ হাসিনা