অস্ট্রেলিয়ায় আটক অভিবাসীদের অনির্দিষ্টকালের জন্য মুক্তি দিতে হাইকোর্টের রায়

104

অনলাইন ডেস্কঃ অস্ট্রেলিয়ায় অনির্দিষ্টকালের জন্য আটক অভিবাসীদের ছেড়ে দেবে সরকার। সম্প্রতি অভিবাসীদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার বিরুদ্ধে রায় দিয়েছে অস্ট্রেলিয়ার হাইকোর্ট৷ এই রায় দেশটিকে দীর্ঘদিন অভিবাসীদের আটক রাখার নীতি থেকে সরিয়ে এনেছে৷

শুক্রবার অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, তারা অনির্দিষ্টকালের জন্য আটকে থাকা অভিবাসীদের মুক্তি দেয়া শুরু করবে৷

অস্ট্রেলিয়ার হাইকোর্ট অনির্দিষ্টকালের জন্য অভিবাসীদের আটকে রাখার বিরুদ্ধে রায় দেয়ার পর এই ঘোষণা দেয় দেশটির সরকার৷ একজন রোহিঙ্গার  মামলার প্রেক্ষিতে এই রায় দেয়া হয়৷ এই ব্যক্তিকে শিশু নিপীড়নের জন্য আটক করা হয়৷ তাকে দেশে পাঠাতে পারেনি তারা৷

অস্ট্রেলিয়ার আশ্রয়নীতিতে পরিবর্তন

হাইকোর্ট বুধবার রায় দিয়েছে যে, অনির্দিষ্টকালের জন্য আটক রাখা ‘বেআইনি’৷ যদি ফেরত পাঠানোর কোন সুযোগ না থাকে, তাহলে অনির্দিষ্টকালের জন্য কাউকে আটকে রাখা যাবে না৷

১৯৯২ সালের অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি এবং ২০০৪ সালের আইন অনুযায়ী এতদিন তা করা যেত৷ এই নীতির লক্ষ্য ছিল ভিসা ছাড়া নতুন অভিবাসন নিরুৎসাহিত করা৷

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআরের অস্ট্রেলিয়ার আঞ্চলিক প্রতিনিধি আদ্রিয়ান এডওয়ার্ডস বলেন, ‘‘ইচ্ছেমত ও অনির্দিষ্টকালের জন্য এভাবে আটক রাখার বিষয়ে আমরা গত এক দশক ধরে উদ্বেগ প্রকাশ করেছি৷”

জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)

পূর্বের খবরচট্টগ্রাম বন্দরে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ
পরবর্তি খবরদেশে চলমান আন্দোলন কর্মসূচি তফসিল ঘোষণার দিন কতটা চাপ তৈরি করবে?