বাংলাদেশে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর

112

গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, সরকার নজিরবিহীন উপায়ে বিরোধী দলের ২০ হাজারের বেশি নেতা–কর্মীকে আটক করে নির্বাচন করতে যাচ্ছে। পুলিশ হেফাজতে মৃত্যু বাড়ছে। গত ছয় দিনে বিরোধী তিন কর্মীর মৃত্যু হয়েছে।

বাড়িতে বিরোধী নেতা–কর্মীদের না পেয়ে তাঁদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। নিজেদের বিজয় নিশ্চিত করতে নতুন করে কিংস পার্টি তৈরি করে তাদের নির্বাচনে আনছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ বেশির ভাগ বড় দল নির্বাচন বর্জন করছে। এ অবস্থায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কীভাবে মূল্যায়ন করছে মার্কিন সরকার?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি নির্বাচনের ফল নিয়ে কোনো অনুমান করতে যাচ্ছি না। আমরা আগে বহুবার বলেছি, এখনো বলব, আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্য অংশীজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব। বাংলাদেশের জনগণের কল্যাণে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করার ব্যাপারে আহ্বান জানিয়ে যাব।’

পূর্বের খবরসংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৩১টি বাতিল, গৃহীত ১৯৮৫টি
পরবর্তি খবরদেশে সংসদ নির্বাচন ঘিরে জোট-মহাজোট-ফ্রন্টের রাজনীতি