অবশেষে এবার ঢাকায় এলো ভোলার গ্যাস সিএনজি আকারে

110
অনলাইন ডেস্ক:  সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় এসেছে ভোলার গ্যাস। ইন্ট্রাকো রিফুয়েলিং ভোলা থেকে সিএনজি (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) আকারে ঢাকা ও আশেপাশের এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস সরবরাহ শুরু করেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন এই কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এবং ইন্ট্রাকো গ্রুপের চেয়ারম্যান হাকিম আলী বক্তব্য দেন।

 

ভোলায় নর্থ-১ ক্ষেত্রে পরীক্ষামূলক গ্যাস - banglanews24.com

১০ বছর মেয়াদি চুক্তির আওতায় ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড দক্ষিণের জেলা ভোলা থেকে সিএনজি আকারে ৪ হাজার ঘনমিটার গ্যাস নিয়ে আসবে। প্রতি ইউনিট (১০০০ ঘনফুট) ৪৭ টাকা ৬০ পয়সায় শিল্পকারখানায় বিক্রি করবে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ভোলা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করছে। তবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছে কী পরিমাণ গ্যাস বিক্রি করা হবে—সে বিষয়ে কিছু বলা হয়নি।

পূর্বের খবরবিএনপিতেই অসহযোগ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিস্ময়
পরবর্তি খবরভারত কেন বাংলাদেশে গণতন্ত্রের বদলে স্থিতিশীলতার কথা বলছে কামাল আহমেদঃ কামাল আহমেদ